এ ভাষণেই দেশের স্বাধীনতা ঘোষণা - তোফায়েল আহমেদ

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
৭ মার্চ বঙ্গবন্ধু মূলত স্বাধীনতা ঘোষণা করেছিলেন উলেস্নখ করে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু দুটো উদ্দেশ্য অর্জন করতে চেয়েছিলেন। একদিকে মানুষের কাছে স্বাধীনতার বার্তা পৌঁছে দেওয়া, একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীর তকমা পরিহার করা। যাতে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত না হন সেজন্য সতর্কতার সঙ্গে 'মার্শাল ল' প্রত্যাহার এবং নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরসহ চারটি শর্ত দিয়েছিলেন। জনযুদ্ধ বলতে যা বোঝায় বঙ্গবন্ধুর সে ভাষণে সেটি হয়েছিল। এর মাধ্যমে একটি নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু।