ভাষণে ছিল সব দিকনির্দেশনা -অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি সিদ্ধান্তমূলক ভাষণ। যা পৃথিবীর ইতিহাসে উবপরংরাব ংঢ়ববপয হিসেবে পরিচিত। এই ভাষণ পৃথিবীর ইতিহাসে এমন এক ভাষণ যার কারণে বঙ্গবন্ধুকে চড়বঃ ড়ভ ঢ়ড়ষরঃরপং বা রাজনীতির কবি আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক লোবেন জেস্কিন্স। পৃথিবীর ইতিহাসে এই খেতাব আর কারও নেই। শুধু তাই নয়, এই একটি ভাষণ নিরস্ত্র বাঙালিকে সব ভয়ভীতি তুচ্ছ করে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লড়াইয়ে একীভূত করেছিল।