বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গয়েশ্বরের হুমকি বাধা দিলে 'বিকল্প পথ'

যাযাদি রিপোর্ট
  ০৭ মার্চ ২০২১, ০০:০০

রাজপথের আন্দোলনে বাধা দিলে বিএনপিকর্মীরা 'বিকল্প পথ খুঁজবে' বলে হুমকি দিয়েছেন দলটির নেতা গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, 'আন্দোলন-সংগ্রামের অনেক পথ আছে। উন্মুক্ত রাজপথে বাধা দিলে বিকল্প পথ খুঁজতে কর্মীরা বাধ্য হবে। সেই বিকল্প পথে যদি কর্মীরা যায়, দেশটার কী অবস্থা হবে এটা সবাইকে ভাবতে হবে।'

শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ-সমাবেশে এসব কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল।

'অস্ত্র বা পোশাকের ভয় দেখিয়ে' বিএনপিকর্মীদের আন্দোলন থেকে দূরে সরানো যাবে না জানিয়ে গয়েশ্বর বলেন, 'আমাদের বলতে দিন, প্রতিবাদ করতে দিন, গণতন্ত্রকে ফেরত আসতে দিন। গণতন্ত্র এলে গণতান্ত্রিক সরকারের প্রশাসনে যারা চাকরি করবেন, তারা গর্বিত প্রশাসক হিসেবে নিজেদের মানুষের সামনে হাজির করতে পারবেন।'

কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃতু্য এবং নোয়াখালীর বসুরহাটে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরের মৃতু্যর ঘটনার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সমাবেশ হয়।

এদিকে সকাল থেকে মৎস্যভবন, তোপখানা রোড মোড়সহ বিভিন্ন সড়কে পুলিশ ব্যারিকেড দেওয়ায় নেতাকর্মীদের অনেকেই সমাবেশে যোগ দিতে পারেননি বলে দলটির নেতারা অভিযোগ করেন। অন্যদিকে কয়েকশ' নেতাকর্মী নিয়ে সকাল ১০টায় সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ঘুষাঘুষিতে লিপ্ত হন। তখন তাদের অনুসারীরাও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এরকম পরিস্থিতিতে পুলিশ এগিয়ে এলে কর্মীদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মাইক নিয়ে কর্মীদের শান্ত করেন। সমাবেশে স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, আনু মো. শামীম, নেসারউদ্দিন, এটিএম আবুল কালাম আজাদ, জামাল হোসেন তালুকদার, আওলাদ হোসেন উজ্জ্বল, রফিক হাওলাদার, ইয়াসীন আলী বক্তব্য দেন। এসময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে