শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারি নির্দেশনা অমান্য কওমি মাদ্রাসায় পরীক্ষা চলছে

যাযাদি রিপোর্ট
  ০৮ এপ্রিল ২০২১, ০০:০০

সরকারি নির্দেশ অমান্য করে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা চলছে। দুই শিফটে করে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার হলে স্বাস্থ্যবিধিও সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না। গত ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হয়ে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা চলার কথা রয়েছে।

সারাদেশের ২২২টি পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে এবং বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা দুই শিফটে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড 'আল-হাইআতুল উলয়া লিল জামি'আতিল কওমিয়া বাংলাদেশ' সূত্রে বলা হয়েছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পরীক্ষা নেওয়া হচ্ছে। সূত্র আরও জানায়, লকডাউন ঘোষণার আগের দিন পরীক্ষা শুরু হয়েছে। মুরুব্বিদের মতামতের ভিত্তিতে পরীক্ষা এক বেলার পরিবর্তে দুই বেলা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিদিন দুটি করে পরীক্ষা নিয়ে দ্রম্নত

পরীক্ষা শেষ করা হবে। সে অনুসারে আগামীকাল (আজ) বৃহস্পতিবারই পরীক্ষা শেষ করা হবে।'

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনা জারির পরও জামি'আতিল কওমিয়ার অধীনে কীভাবে দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) পরীক্ষা চলছে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বুধবার বিকালে যায়যায়দিনকে বলেন, 'আমরা খুবই বিস্মিত এবং বুঝতে পারছি না কওমি মাদ্রাসাগুলো কীভাবে পরীক্ষা নিচ্ছে। আশা করব, যত দ্রম্নত সম্ভব তারা সরকার নির্দেশনা অনুসরণ করবেন। কারও বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেওয়াই আমাদের কাজ নয়, তবে অনুরোধ করব, তারা যেন সরকারের নির্দেশনা মেনে চলেন।'

বর্তমান লকডাউন পরিস্থিতিতে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যকরী সদস্য মুফতি নুরুল আমিন।

লকডাউনের মধ্যে পরীক্ষা গ্রহণের বৈধতা এবং সরকারি নির্দেশনা অমান্য হচ্ছে কি না জানতে চাইলে মুফতি নুরুল আমিন যায়যায়দিনকে বলেন, 'কওমি শিক্ষা বোর্ড পরিচালিত হচ্ছে সরকারি নির্দেশনার আলোকে। এখানে সরকারের কোনো নির্দেশ অমান্য করা হচ্ছে না। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার দ্বিতীয় দফায় যে নির্দেশনা জারি করা হয়েছে, সেটি আমাদের মুরুব্বিরা পর্যালোচনা করে দেখেছেন। ওই নির্দেশনাকে বিবেচনায় নিয়ে পরীক্ষা দ্রম্নত শেষ করার পরামর্শ হয়েছে। সে অনুসারে আমাদের পরীক্ষাগুলো একদিনে দুটি অর্থাৎ দুই বেলা পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামীকালই (আজ) পরীক্ষা শেষ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে