বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় আহত ৯

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে ইলিশ শিকারের সময় জলদস্যুদের হামলায় নয় জেলে আহত হয়েছেন। এ সময় জাহাঙ্গীর হোসেন হাওলাদার নামে অপর এক জেলে সাগরে পড়ে নিখেঁাজ রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে বঙ্গোপসাগরের ১ নম্বর ফেয়ার ওয়ে বয়া এলাকায় এফবি সুমন নামের একটি ফিশিং ট্রলারে এ হামলার ঘটনা ঘটে বলে ফিরে আসা জেলেরা সাংবাদিকদের জানিয়েছেন। আহত জেলেরা বুধবার রাতে সাগর থেকে ফিরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ হয়েছেন। তবে কোনো জলদস্যু বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে তা তারা বলতে চাননি। হামলার শিকার এফবি সুমন ফিশিং ট্রলারের মালিক শরণখোলা উপজেলার খাদা গ্রামের কামাল মৃধা বলেন, মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মাছ শিকার করতে ট্রলারের জেলেরা সাগরে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে হঠাৎ একটি ট্রলার আমাদের ট্রলারের কাছে এসে দঁাড়ায়। ওই ট্রলার থেকে ২০/২২ জনের একটি সশস্ত্র দস্যুদল আমাদের ট্রলারে উঠে এলোপাথাড়ি মারপিট শুরু করে। তাদের হামলা থেকে রক্ষা পাওয়া জেলে মনির, রনি, আফজাল ও জাহাঙ্গীর হাওলাদার সাগরের পানিতে ঝঁাপ দেয়। জলদস্যুরা চলে যাওয়ার পর সাগরে ঝঁাপ দেয়া জেলে মনির, রনি, আফজাল ট্রলারে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীর হাওলাদার নামে একজন নিখেঁাজ হন।