বিএনপির পরবতীর্ কমর্সূচি বিভাগীয় সমাবেশ

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০০:১৩

যাযাদি রিপোটর্
খালেদা জিয়ার মুক্তি ও নিবার্চনকালীন নিরপেক্ষ সরকারসহ সাত দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কমর্সূচি শুরু হতে পারে। বৃহস্পতিবার গুলশান কাযার্লয়ে বিএনপির সবোর্চ্চ নীতিনিধার্রণী ফোরামÑ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের নেতারা জানিয়েছেন, সরকারবিরোধী চ‚ড়ান্ত আন্দোলন শুরু হওয়ার আগে বিভাগীয় সমাবেশের মাধ্যমে জনমত সৃষ্টি করতে চায় তারা। মূলত এর মাধ্যমে সারাদেশে সরকার পতন আন্দোলনের যাত্রা শুরু হবে, যা চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহে হরতাল-অবরোধে রূপ নিতে পারে। বৈঠক সূত্র জানিয়েছে, জাতীয় ঐক্যপ্রক্রিয়াকে চ‚ড়ান্ত রূপ দেয়ার বিষয়ে আলোচনা হয়। জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহŸায়ক ড. কামাল হোসেন দেশে ফিরে এলে এ কাযর্ক্রম চ‚ড়ান্ত করার সিদ্ধান্ত হয়। তবে ক্ষমতার ভারসাম্য রক্ষা, আসনবণ্টসহ বিকল্পধারার যে কয়েকটি প্রস্তাব গণমাধ্যমে আলোচায় এসেছে, তা খুব একটা আমলে নেয়নি বিএনপি। প্রকাশ্যে এ দাবি তুলে ধরবে, বিএনপি প্রতিক্রিয়া জানাবে। বৈঠক শেষে এক নেতা জানান, দলের সংস্কারপন্থিদের মধ্যে যারা ভুল বুঝে আসতে চায়, তাদের দলে আনা হবে। এ ক্ষেত্রে এখন আর বিরোধিতা করা হবে না। কারণ, স্থায়ী কমিটি মনে করে, এখন দলের ঐক্যটা সবচেয়ে বেশি জরুরি। বৈঠকে শীষর্স্থানীয় নেতাসহ বিভিন্ন পযাের্য়র কমীের্দর বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সবাইকে আপাতত গ্রেপ্তার এড়িয়ে চলার পরামশর্ দেয়া হয়। সম্প্রতি ভারতে ক্ষমতাসীন বিজিপি নেতা ও রাজ্যসভার এমপি সুব্রামানিয়া স্বামী হিন্দুদের ওপর নিযার্তন বন্ধ না হলে বাংলাদেশে আগ্রাসন চালিয়ে দখল করে নেয়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছে স্থায়ী কমিটি। এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমনওয়েলথ মহাসচিবের চিঠি তারা পেয়েছেন। চিঠির জবাব শিগগিরই দেয়া হবে। তিনি জানান, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অন্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মিজার্ আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।