স্বণর্ নীতিমালার অনুমোদনে টিআইবির সন্তোষ

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০০:১৬

যাযাদি রিপোটর্
বহুল প্রতীক্ষিত ‘স্বণর্ নীতিমালা-২০১৮’-এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে টিআইবি প্রণীত খসড়া গুরুত্বসহকারে বিবেচনা করে এ নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নিবার্হী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সন্তোষ প্রকাশ করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘স্বণর্ নীতিমালা-২০১৮’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন এ খাতে সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টায় অবশ্যই একটি সন্তোষজনক পদক্ষেপ। নীতিমালাটির ফলে দীঘির্দন ধরে স্বণর্খাতে বিদ্যমান সুশাসনের ব্যাপক ঘাটতি উত্তরণ করে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার অভ‚তপূবর্ সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছে টিআইবি। তবে, এ প্রত্যাশা পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃর্পক্ষ ও ব্যবসায়ী মহলসহ সব অংশীজন কতৃর্ক নীতিমালার কঠোর বাস্তবায়নের বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সব পযাের্য় রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রশাসনিক ও ব্যবসায় খাতে কঠোর শুদ্ধাচারের চচার্। নীতিমালার যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে টিআইবি স্বণর্খাতের জন্য নীতিমালাটির আলোকে একটি পূণার্ঙ্গ আইন প্রণয়নের দাবি জানিয়েছে।