শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় ৮শ' কোভিড শয্যা বাড়ছে

যাযাদি রিপোর্ট
  ০৯ এপ্রিল ২০২১, ০০:০০

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় বক্ষব্যাধিসহ বিভিন্ন হাসপাতালে আরও সাত থেকে ৮শ' কোভিড-১৯ শয্যা বাড়ছে। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ দপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এসব কথা জানিয়েছেন।

এ সময় স্বাস্থ্যসচিব বলেন, 'আমার আজ মাত্র তৃতীয় দিন। গতকাল সারাদিন আমাদের মিটিং ছিল। সেদিন উত্তর সিটি করপোরেশনে এক হাজার ২৫০ বেডের হাসপাতাল, সেখানে প্রায় আড়াইশ আইসিইউ থাকবে। এটা অচিরেই উদ্বোধন হবে। কিছুক্ষণ আগে আমি হৃদরোগ ইনস্টিটিউটে গেছি, সেখানে আরও দুই'শ বেড শুরু হবে। আমরা

পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতালসহ অন্য স্থানে ৭শ' থেকে ৮শ' বেড বাড়ানোর চেষ্টা করব।'

তিনি বলেন, আপনারা সীমাবদ্ধতার কথা জানেন, সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। স্বাস্থ্যসেবার সঙ্গে যারা সম্পৃক্ত সবাই আন্তরিকভাবে কাজ করছে। টিকা কার্যক্রম চলমান। এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন মন্ত্রী মহোদয় ও ডিজি হেলথ। সবাইকে মাস্ক পরার পাশাপাশি সচেতন হওয়ার অনুরোধ জানান সচিব।

টিকার বিকল্প উৎস আপনারা খুঁজে পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সব চলছে, সব প্রচেষ্টা চলছে ইনশাআলস্নাহ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে