বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
উপবৃত্তির টাকা উত্তোলন

যেকোনো ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে

যাযাদি রিপোর্ট
  ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার সংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। নির্দেশনায় বলা হয়েছে, ট্রাস্টের আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (ঐঝচ) মাধ্যমে ২০২১ সালের ষষ্ঠ, নবম ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা যেকোনো তফসিলি ব্যাংকের অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে পারবে।

নির্দেশনায় ২৩ এপ্রিলের মধ্যে ঐঝচ গওঝ-এ উপবৃত্তির তথ্য এন্ট্রি এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে