বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে সাত দফা দাবি হোটেল রেস্তোরাঁ কর্মীদের

যাযাদি রিপোর্ট
  ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

বিধিনিষেধের মধ্যে ১০ হাজার টাকা প্রণোদনা এবং গত বছর করোনায় চাকরি হারানো শ্রমিকদের বকেয়া মজুরিসহ চাকরিতে পুনর্বহাল, পূর্ণ রেশনিং চালুসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দিয়েছে হোটেল-রেস্টুরেন্ট-সুইটমিট শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ফেডারেশনের সহ-সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসকে গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু প্রমুখ।

এ সময় নেতারা বলেন, 'হোটেল সেক্টরে সরকারি নির্দেশনায় অনলাইন ভিত্তিক খাবার সরবরাহকারী কোম্পানিগুলোকে লাভবান করবে। সরকারের এই সিদ্ধান্ত দ্বিচারিতার সামিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে