বিশেষ ফ্লাইটে গন্তব্যের পথে প্রবাসীরা

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
শেষ পর্যন্ত লকডাউনে আটকেপড়া প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে যাওয়ার ও দেশে আসার সুযোগ পেলেন। প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর দ্বিতীয় দিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি ফ্লাইট গন্তব্যে উড়ে গেছে। বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, রোববার বিভিন্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওমান এয়ার ও এমিরেটস তিনটা ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ হ \হশাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রোববার ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও দুবাইয়ে বিমানের চারটি ফ্লাইট রয়েছে। এরই মধ্যে রাত ৩টায় প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে একটি বিশেষ ফ্লাইট রিয়াদের উদ্দেশে যাত্রা করেছে। পাশাপাশি জেদ্দা থেকে একটি ও রিয়াদ থেকে দুটিসহ মোট তিনটি ফ্লাইট রোববার ঢাকা পৌঁছাবে। তিনি জানান, ২০ এপ্রিল থেকে সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চলাচলের সিডিউল রয়েছে। তার কোনো পরিবর্তন না হলে ওইদিনই যাত্রীরা যেতে পারবেন। পরে রিয়াদগামী যাত্রীদের সন্ধ্যায় জেদ্দাগামী একটি ফ্লাইটে ও ভোররাতে রিয়াদগামী বিশেষ ফ্লাইটে দুই দফায় গন্তব্যে পাঠায় বিমান। এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় দোহা ও দুবাই এবং রাতে মাস্কাটে তাদের তিনটি বিশেষ ফ্লাইট আছে। লকডাউনে আটকেপড়া প্রবাসীদের ফেরত পাঠাতে পাঁচ দেশের আট গন্তব্যে শনিবার সকাল থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার কথা বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওইদিন নির্ধারিত ১৪টি ফ্লাইটের অর্ধেকই বাতিল করা হয় বিভিন্ন কারণে। এর মধ্যে সকাল ৬টায় ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটের ল্যান্ডিং পারমিশন পেতে দেরি হওয়ায় সেটি বাতিল হয়। আর যাত্রী কম থাকায় দুপুরে দুবাইগামী দুটি ও দাম্মামগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। পাঁচ দেশের আট গন্তব্য হলো- সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, ওমানের রাজধানী মাস্কাট, কাতারের রাজধানী দোহা ও সিঙ্গাপুর।