শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আ'লীগ নিয়ে মন্তব্যে মামলার পর ক্ষমা চাইলেন নূর

ম যাযাদি রিপোর্ট
  ২০ এপ্রিল ২০২১, ০০:০০

ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হওয়ার পর নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল নুর। রোববার মধ্যরাতে নুর ফেসবুক লাইভে এসে ক্ষমা চান।

এর আগে গত বুধবার বিকালে ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের নেতাদের সুরে নুর বলেন, 'কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।'

এরপর 'ধর্মীয় মূল্যবোধে আঘাত ও উসকানিমূলক বক্তব্যের' অভিযোগ এনে রোববার সন্ধ্যায় শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব। এছাড়া পল্টন থানায় মামলা করেন ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি। মামলা হওয়ার পর মধ্যরাতেই নুরুল হক নুর তার আরেকটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেন, 'আওয়ামী লীগে অবশ্যই ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা আছেন, হিন্দু-খ্রিষ্টান ভাই-বোনেরা আছেন। সব দলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আছে। 'সেদিনের লাইভের বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। স্বাভাবিকভাবে আমার যদি ভুল হয় আমার জায়গা থেকে একশবার ক্ষমাপ্রার্থী থাকব। আমার ভুল হতেই পারে, আমি মানুষ, ফেরেশতা না। আমার ভুল হলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি ক্ষমা চাই।'

রোববারের প্রায় এক ঘণ্টার লাইভে মামলার বিষয়ে নূর বলেন, 'ওই বক্তব্যকে পুঁজি করে হয়রানি করার জন্য মামলা করা পুরোপুরি একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র শুধু আমার বিরুদ্ধে নয়, এদেশের গণতন্ত্রের জন্য যারা লড়াই-সংগ্রাম করছে তাদের বিরুদ্ধেও হচ্ছে।'

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, 'নুরুল হক নুর রাতে ফেসবুক লাইভে তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। উনি বলেছেন, রাজনীতিতে নবীন হিসেবে তার ভুলত্রম্নটি হতেই পারে। তাই ফেসবুক লাইভ পোস্ট ডিলিট করে দিয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে