শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন ছাত্রলীগ কর্মীর মামলায় কারাগারে চবি ছাত্র

ম যাযাদি ডেস্ক
  ২০ এপ্রিল ২০২১, ০০:০০

ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগের এক কর্মীর করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আহসানুল বান্না তামিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তামিম সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে সোমবার আদালতে হাজির করার পর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহারের আদেশে কারাগারে পাঠানো হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার এসআই মনিরুল ইসলাম জানান।

এসআই মনিরুল ইসলাম বলেন, গত সোমবার চবির শিক্ষার্থী মোমিনুল হক মামুনের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় আহসানুল বান্না তামিম নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়।

মামলার বাদি মোমিনুল ইসলাম মোহন জানান, 'তামিম দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়িয়ে আসছে। মামুনুল হক ইসু্যতেও সে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক লেখালেখি করেছে। সরকারবিরোধী প্রচারের স্ক্রিনশটসহ সব তথ্য পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।'

এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, 'তামিম দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী লেখালেখি করছেন, যার প্রমাণ আমাদের হাতে আছে। পাঁচ-সাতটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সে নানা গুজব রটাচ্ছিল। তামিম হেফাজত নেতা মামুনুল হককে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে স্ট্যাটাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করেছিল। ধর্মীয় উসকানিও দিয়েছিল। এ রকম আরও ২২টা পোস্ট রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে