ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের সেবাবঞ্চিত করবেন না : তাজুল

প্রকাশ | ২১ এপ্রিল ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করা যাবে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে সব সমস্যার সমাধান করতে হবে।' মঙ্গলবার দুপুরে পৌরসভার মেয়রদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। তাজুল ইসলাম মিন্টু রোডে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যুক্ত হন। এতে দেশের সব পৌরসভার মেয়র যুক্ত ছিলেন। জনপ্রতিনিধিরাই সামাজিক বিপস্নব ঘটাতে পারে উলেস্নখ করে তাজুল ইসলাম বলেন, 'নতুন প্রজন্মের নাগরিকদের সব প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব জনপ্রতিনিধিদের। যুব সমাজকে নষ্ট হতে দেওয়া যাবে না। তাদের কাজে লাগাতে হবে।' এ সময় নিয়মিত কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত লোকবল নিয়োগ না দিতে মেয়রদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব পৌরসভার মেয়ররা অংশ নেন।