বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আয়োজন ছাড়াই কাটল ড. কামালের জন্মদিন

ম যাযাদি রিপোর্ট
  ২১ এপ্রিল ২০২১, ০০:০০

বৈশ্বিক মহামারি করোনার কারণে বাহ্যিক আয়োজন ছাড়াই পার হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেনের ৮৪তম জন্মবার্ষিকী। মঙ্গলবার জন্মদিনে দেশবরেণ্য এই আইনজীবী পরিস্থিতি ভালো হলে সবাইকে সঙ্গে নিয়ে আড্ডা দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে প্রবীণ এই আইনজীবী বলেন, 'গৃহবন্দি হিসেবে আছি। শরীর এখনো সুস্থ আছে। সবার আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে বেঁচে আছি। কিন্তু এর আগের জন্মদিনগুলোতে পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করতেন। এবার কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে পরিস্থিতি ভালো হলে সবাইকে নিয়ে একসঙ্গে হব, আড্ডা দেব।'

তবে, জন্মদিন উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীকে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা খুদে বার্তা ও মুঠোফোনে শুভেচ্ছা জানাচ্ছেন বলে জানান ড. কামাল হোসেন।

বাংলাদেশের সংবিধান প্রণেতা, আইন জগতের জীবন্ত কিংবদন্তি হিসেবে পরিচিত কামাল হোসেনের জন্ম অবিভক্ত ভারতের কলকাতায় ১৯৩৭ সালের ২০ এপ্রিল। বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেনের সঙ্গে তার বিয়ে হয় ১৯৬৪ সালে। তাদের দুই মেয়ে সারা হোসেন ও দিনা হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে