শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ হেফাজতের

ম যাযাদি রিপোর্ট
  ২২ এপ্রিল ২০২১, ০০:০০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর বৈঠকের স্বীকারোক্তি জঘন্য মিথ্যাচার ও সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার সংগঠনের নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন।

বিবৃতি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী। বিবৃতিতে দাবি করা হয়, খালেদা জিয়ার সঙ্গে এ যাবৎ কোনো বৈঠক তো দূরের কথা, বাবুনগরীর সঙ্গে কখনো সাক্ষাৎও হয়নি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, দু-একটি গণমাধ্যমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামের জবানবন্দি উদ্ধৃত করে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি পালনের এক সপ্তাহ আগে খালেদা জিয়ার সঙ্গে বাবুনগরীর গোপন বৈঠক হয়েছে। এ সংবাদকে মিথ্যা অভিহিত করে তার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে