খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশতর্ মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে বিএনপি। রোববার সকাল পৌনে ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ-মিছিল হয়। মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকমীর্রা অংশ নেয়। বিক্ষোভ-মিছিলটি বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘সকালে আমরা বিক্ষোভ-মিছিল করেছি। তবে এটা পূবের্ঘাষিত কোনো কমর্সূচি নয়। চেয়ারপারসনের মুক্তির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে বিক্ষোভ করতে পারি। এতে কমর্সূচির প্রয়োজন হয় না। তিনি আরও বলেন, ‘আমিতো অনেকটা বন্দি অবস্থায় আছি। কাউকে বলে কয়ে কোথাও যাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই তখনই মিছিল করে আবার অফিসে চলে আসি।’