বাংলাদেশের নাগরিকদের ওপর মালয়েশিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। বুধবার দেশটির মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে উদ্ধৃত করে নিষেধাজ্ঞার কথা জানায় মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম। বাকি দেশগুলো হচ্ছে শ্রীলংকা, পাকিস্তান ও নেপাল। মালয়েশিয়া স্টার ও নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, কবে থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা স্পষ্ট করেননি মন্ত্রী ইয়াকুব। ইসমাইল সাবরিকে উদ্ধৃত করে স্টার লিখেছে, 'এসব দেশের দীর্ঘ মেয়াদি ভ্রমণ পাসধারী, বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমণকারী এবং অন্যান্য কাজে ভ্রমণকারী- সবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে।' এর আগে করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে আসা-যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছিল মালয়েশিয়া।