টিকার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি

প্রকাশ | ০৭ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেন জানিয়েছেন, জরুরিভাবে করোনা টিকার দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন। আবিলেছি, পুরোটা না দিতে পারলেও সেকেন্ড ডোজ দেওয়ার জন্য যা লাগবে সেটা যেন দেন। জরুরিভাবে তিন মিলিয়ন টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছি। হ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভারতীয় ভ্যারিয়েন্ট' সীমান্ত এলাকায়ও দেখা দিয়েছে। আমরা এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা তো জনগণের মঙ্গল চাই। জনগণ যেন টিকা পায়, যথাসাধ্য কাজ করছি।