শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জাসদের

যাযাদি রিপোর্ট
  ০৭ মে ২০২১, ০০:০০

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বৃহস্পতিবার এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানকে জাতীয় ইতিহাসের গৌরবের স্মারক চিহ্ন হিসেবে সংরক্ষণের জন্য সরকার গৃহীত 'স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প' এর মূল পরিকল্পনার পরিবর্তন করে ৭টি রেস্টুরেন্ট স্থাপনের নতুন পরিকল্পনা অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, সামরিক শাসক জিয়া জাতীয় গৌরবের ঐতিহাসিক স্মারক চিহ্ন মুছে ফেলতে সোহরাওয়ার্দী উদ্যানের অংশ বিশেষে শিশুপার্ক স্থাপন করেছিল। পরে একই অপচেষ্টার অংশ হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জায়গা দখল করে শাহবাগ থানা স্থাপন করা হয়েছিল। তারা বলেন, জাতীয় গৌরবের স্মারক চিহ্ন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোনো বিবেচনাতেই রেস্টুরেন্ট বা বাণিজ্য কেন্দ্র স্থাপন সমর্থনযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে