শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এভাবে বাড়ি যাওয়া আত্মঘাতী হবে :স্বাস্থ্যমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ১১ মে ২০২১, ০০:০০

ঈদের আগে ঘরমুখো মানুষ যেভাবে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করছে, তা 'আত্মঘাতী সিদ্ধান্ত' বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, 'লকডাউনের সামান্য শিথিলতার

সুযোগ নিয়ে দল বেঁধে এভাবে যাওয়া সুইসাইড সিদ্ধান্তের শামিল।'

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'ভারতে নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন হাজারও মানুষ মারা যাচ্ছে। এটি এখন নেপালে ছড়িয়ে গিয়ে সেখানে ভয়াবহতা সৃষ্টি করেছে। এই ভ্যারিয়েন্ট এখন আমাদের দেশেও চলে এসেছে। এই সময় ওই ভাইরাসটি যদি বহন করে ঘরমুখো মানুষ গ্রামে চলে যায়, তাহলে গ্রামে থাকা পরিবার-পরিজনসহ গ্রামবাসী গণহারে আক্রান্ত হতে পারে।'

মন্ত্রী সীমান্ত এলাকায় দায়িত্বরত কর্মকর্তাদের আরও কঠোরভাবে কাজ করার আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে