বিশ্বে করোনায় মৃতু্য ছাড়াল ৩৩ লাখ

ভারতে সংক্রমণ ও মৃতু্যর উলস্নম্ফনের মধ্যে সোমবার কিছুটা কমেছে সংখ্যা

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃতু্যর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ১০ হাজার মানুষ। আর এর মাধ্যমে মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতু্যর সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখের ঘর। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ছয় লাখ ৪৪ হাজারে। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ কোটি ৯০ লাখ ৩৬ হাজার হাজার ছাড়িয়ে গেছে। সংবাদসূত্র : এএফপি, এনডিটিভি সোমবার করোনাভাইরাসে আক্রান্ত, মৃতু্য ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট 'ওয়ার্ল্ডোমিটার' থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ হাজার ৯২৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৩ লাখ আট হাজার ৩৬২ জনের বেশি। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে ছয় লাখ ৪৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৯০ লাখ ৩৬ হাজারের বেশি। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৭৮১ জন করোনায় আক্রান্ত এবং পাঁচ লাখ ৯৫ হাজার ৮১২ জন মারা গেছে। লাতিন লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতু্যর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৫১ লাখ ৮৪ হাজার \হ৭৯০ জন এবং মৃতু্য হয়েছে চার লাখ ২২ হাজার ৪১৮ জনের। অন্যদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন এবং মারা গেছে দুই লাখ ৪৬ হাজার ১৪৬ জন। করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। করোনায় দৈনিক সংক্রমণ ও মৃতু্যর টানা উলস্নম্ফনের মধ্যে সোমবার কিছুটা কমেছে সেই সংখ্যা। তবে দৈনিক মৃতু্য রয়েছে সাড়ে তিন হাজারের ওপরেই। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে তিন লাখ ৬৬ হাজার ১৬১ জন। যা রোববারের তুলনায় প্রায় ৩৭ হাজার কম। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে। এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৭৭ হাজার ৮৭ জন, রাশিয়ায় ৪৮ লাখ ৮০ হাজার ২৬২, যুক্তরাজ্যে ৪৪ লাখ ৩৪ হাজার ৮৬০, ইতালি ৪১ লাখ ১১ হাজার ২১০, তুরস্কে ৫০ লাখ ৩১ হাজার ৩৩২, স্পেনে ৩৫ লাখ ৬৭ হাজার ৪০৮, জার্মানিতে ৩৫ লাখ ২৭ হাজার ৫৪০ এবং মেক্সিকোতে ২৩ লাখ ৬৫ হাজার ৭৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ছয় হাজার ৩৯২ জন, রাশিয়ায় এক লাখ ১৩ হাজার ৩২৬, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৬০৫, ইতালিতে এক লাখ ২২ হাজার ৮৩৩, তুরস্কে ৪৩ হাজার ২৯, স্পেনে ৭৮ হাজার ৭৯২, জার্মানিতে ৮৫ হাজার ৩৭১ জন এবং মেক্সিকোতে দুই লাখ ১৮ হাজার ৯৮৫ জন মারা গেছে। উলেস্নখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের সি-ফুড মার্কেটে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সংক্রামক ভাইরাস 'সার্স-কোভ-২'। যা পরে বিশ্বজুড়ে পরিচিতি পায় 'করোনাভাইরাস' নামে। উহান শহরের প্রথম যে ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে যখন মারা যান, চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় তখন বলেছিল, অপরিচিত ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তারপর ২০২০ সালের জানুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া শুরু করে সার্স-কোভ-২ ভাইরাসটি। এক পর্যায়ে সে বছর ফেব্রম্নয়ারিতে করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।