নিবন্ধিত বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের দাবি

প্রকাশ | ১১ জুন ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল আগামী রোববারের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে আবেদনকারীরা। অন্যথায় সারাদেশের প্রায় এক কোটি আবেদনকারী সোমবার থেকে একযোগে কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মগবাজারস্থ ভবনের সামনে নিয়োগ প্রত্যাশীরা মানববন্ধন করেন। পরে এ দাবিতে তারা এনটিআরসিএতে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে '৫৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তি ফল দ্রম্নত প্রকাশের দাবি করে বলা হয়, নিয়োগ প্রত্যাশীরা হতাশা ও দুঃশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত। দ্রম্নত আমাদের মেধা ও পরিশ্রমের মূল্য চাই। এদিকে, নিয়োগের জন্য আবেদনকারীদের একাংশ সকাল থেকে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের প্রশ্ন দীর্ঘদিন পর নিয়োগের গণবিজ্ঞপ্তি দেওয়া হলো, ফল প্রকাশের বিলম্ব কেন।