এক বছর পরীক্ষা না দিলে বিরাট ক্ষতি হবে না :শিক্ষামন্ত্রী

প্রকাশ | ১৪ জুন ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
শিক্ষার্থীদের সুস্থতাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এক বছর পরীক্ষা না দিলে জীবনের এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। সবার আগে সুস্থ থাকতে হবে। মহামারির সময়ের বাস্তবতাকে অস্বীকার করলে চলবে না। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান। তিনি বলেন, পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প চিন্তা করা হচ্ছে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ বছরের (২০২১ শিক্ষাবর্ষের) এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, হ৬ \হ'২০২১ সালের পরীক্ষার্থীদের বলব, বিভ্রান্ত হবে না, ভুল পথে যাবে না। নিজেরা বাড়িতে সুস্থ থাকতে কাজ করো। ভয়ের কারণ নেই। ' মন্ত্রী শিক্ষার্থীদের বাড়িতে স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান ও পরামর্শ দিয়ে বলেন, 'পরীক্ষা দিতে পারবে কি না, না নিলে বিকল্প ব্যবস্থা কি হবে- সবকিছু নিয়েই আমাদের চিন্তা-ভাবনা রয়েছে, আমরা কাজ করছি- পরিকল্পনাও করা হচ্ছে।' শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অনলাইন ও অ্যাসাইনমেন্ট যা হচ্ছে, তার বাইরে যেটুকু সম্ভব শিক্ষার্থীদের পড়াশোনাটা বাড়িতে চালিয়ে যাক। তাদের উদ্বেগের কোনো কারণ নেই। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনার শুরু থেকেই (২০২০ সালের ১৭ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দফায় দফায় বিজ্ঞপ্তি পাঠিয়ে বন্ধের মেয়াদ বাড়ানো হচ্ছে। সর্বশেষ দফায় গত শনিবার আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষায়, তারা আশাহত হচ্ছে। জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, বিশ্বে বেশি দিন স্কুল বন্ধ থাকা ১৪টি দেশের তালিকার রয়েছে বাংলাদেশ। এর আগে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত 'শেখ হাসিনার কারামুক্তি দিবস' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।