'আগামী সপ্তাহ থেকে ফাইজার-সিনোফার্মের টিকা দেওয়া হবে'

প্রকাশ | ১৫ জুন ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
ফাইজার ও সিনোফার্মের টিকা কর্মসূচি আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সোমবার রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, যারা ইতোমধ্যেই টিকার প্রথম ডোজের জন্য নিবন্ধন করেছিলেন, কিন্তু প্রথম ডোজ পাননি তাদের এ টিকা দেওয়া হবে। একই সঙ্গে এর আগে যারা নিবন্ধন করে টিকা নেওয়ার জন্য অধিদপ্তর থেকে এসএমএস পেয়েও টিকা নেননি, তাদের আবার এসএমএস দেওয়া হবে। তারাই টিকা পাবেন। উলেস্নখ্য, বেশি সংবেদনশীল বলে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ফাইজারের টিকা প্রদান করা হবে। অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম জানান, টিকা সরবরাহ পর্যাপ্ত হলে কোভিশিল্ডের রেজিস্ট্রেশন শুরু হবে।