মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী কর্মকর্তায় আপত্তি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

যাযাদি রিপোর্ট
  ১৬ জুন ২০২১, ০০:০০

বীর মুক্তিযোদ্ধাদের 'গার্ড অব অনার' দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বাদ রাখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ প্রত্যাখ্যানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি তোলেন।

সুপারিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমি বিস্মিত, হতবাক, ব্যথিত- এমন বিষয় আমার

সহকর্মীরা উত্থাপন করতে পেরেছেন। সংবিধানে বলা আছে নারী-পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। সেই দেশে যখন এই ঘটনা ঘটে তখন আমরা স্তব্ধ হয়ে যাই।'

সংসদে শিরীন আখতার বলেন, 'সংসদীয় কমিটিতে যুক্তি এসেছে নারী যেহেতু জানাজায় অংশ নিতে পারে না সেজন্য গার্ড অব অনারে নারী যাতে না থাকে সেই সুপারিশ এসেছে। জানাজা এবং গার্ড অব অনার এক নয়। আমি এরকমও শুনেছি, এক জেলায় একজন স্মারকলিপি দিয়েছে কোনো হিন্দু যাতে মুসলমান মুক্তিযোদ্ধাকে সম্মান না জানায়।'

এমন প্রস্তাব প্রত্যাখ্যানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, 'যখন দেশজুড়ে মৌলবাদের আস্ফালন দেখা যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছ থেকে এমন সুপারিশ এসেছে। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি, যাতে এরকম কলুষিত সিদ্ধান্ত না নেওয়া হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে