শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলার সাক্ষ্য ৪ জুলাই

যাযাদি ডেস্ক
  ২৫ জুন ২০২১, ০০:০০

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে (১৫) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। করোনা প্রার্দুভাবের কারণে বন্ধ ছিল আদালতের সাক্ষ্যগ্রহণের কার্যক্রম। বর্তমানে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম পরিচালিত হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণিশিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে