মৃত্যুবাষির্কী

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
এমএ সামাদ বাংলাদেশে বিমাশিল্পের অন্যতম পথিকৃত, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) প্রতিষ্ঠাতা এমএ সামাদের ১৩তম মৃত্যুবাষির্কী আজ। বিশিষ্ট এ বিমা ব্যক্তিত্ব বণার্ঢ্য কমর্জীবনে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর পদ থেকে অবসর গ্রহণের পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম সাধারণ বিমা কোম্পানি বিজিআইসি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা-পরিচালক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান। বাংলা ও ইংরেজিতে তিনি জীবন বিমার ওপর তিনটি এবং সাধারণ বিমার ওপর একটি বই রচনা করেছেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পকির্ত টেকনিক্যাল অ্যাসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তজাির্তক বিশেষজ্ঞ হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয়। এমএ সামাদ ১৯২৩ সালের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি নারায়ণ চন্দ্র দাস মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মসদগঁাও গ্রামের ব্যবসায়ী নারায়ণ চন্দ্র দাসের ৪৬তম মৃত্যুবাষির্কী কাল বৃহস্পতিবার। পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার আত্মার শান্তিকামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি সৈয়দ আলী সরকার ‘দৈনিক যায়যায়দিনের কালাই উপজেলা সংবাদদাতা এবং কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানের বাবা সমাজসেবক আলহাজ সৈয়দ আলী সরকারের অষ্টম মৃত্যুবাষির্কী আজ। এ উপলক্ষে কালাই পৌরসভার থুপসাড়া মহল্লায় তার নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুম সৈয়দ আলী সরকার ২০১০ সালের ১৭ অক্টোবর ইন্তেকাল করেন। কালাই (জয়পুরহাট) সংবাদদাতা