শোক সংবাদ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ফুলছড়ি বেগম টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ কাজীম উদ্দিনের স্ত্রী ফুলছড়ি বেগম সোমবার রাত সাড়ে ১১টায় স্ট্রোক করে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় টঙ্গীর দত্তপাড়া পুকুরপাড় জামে মসজিদে জানাজা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান প্রমুখ শোক প্রকাশ করেছেন। টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা পুন্যকান্তি ত্রিপুরা গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরা (৫৮) সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুইমারা উপজেলার সিন্ধুকছড়ির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ প্রমুখ শোক প্রকাশ করেছেন। মাটিরাঙ্গা প্রতিনিধি জিয়া উদ্দিন ঠাকুর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া উদ্দিন ঠাকুর ওরফে জিয়ন ঠাকুর (৭১) সোমবার রাত সাড়ে ৭টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মযার্দায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জিয়া উদ্দিন ঠাকুরের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ শোক প্রকাশ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি