আশুগঞ্জ সার কারখানা ১৪ মাস পর ফের উৎপাদনে

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গ্যাসের অভাবে টানা প্রায় সাড়ে ১৪ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরান জানান, সোমবার সকালে নতুন করে তারা এ উৎপাদন কাজ শুরু করেন। গত বছর ১৯ এপ্রিল বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস পরিবেশন কোম্পানি। কারখানাটিতে প্রতিদিন ১২০০ টন ইউরিয়া সার উৎপাদন করা যায় জানিয়ে তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকায় সে সময় বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখা হয়। আবার উৎপাদন শুরু হওয়ায় এখন আর অভাব নেই।