আরও ছয়টি বিভাগ খুলছে যবিপ্রবি

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

যশোর প্রতিনিধি
যুগের চাহিদা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বিভিন্ন অনুষদের অধীনে নতুন ছয়টি বিভাগ খুলছে। বিভাগগুলো হলো বাংলা, লেদার টেকনোলজি, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাসির্ং অ্যান্ড হেলথ্ সায়েন্স, ফিজিক্যাল মেডিসিন-ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং মাকেির্টং। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম রিজেন্ট বোডের্ এই ছয়টি বিভাগ খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। রিজেন্ট বোডের্ জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সবোর্চ্চ নীতি-নিধার্রণী ফোরাম রিজেন্ট বোডের্র অনুমোদনের পর এখন চ‚ড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। ইউজিসির অনুমোদনসাপেক্ষে পরবতীর্ শিক্ষাবষর্ থেকে বিষয়গুলোর একাডেমিক কাযর্ক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়। বতর্মানে সাতটি অনুষদের অধীনে যবিপ্রবিতে ২২টি বিভাগ রয়েছে।