কালিয়াকৈরে পঁাচটি অবৈধ করাতকল উচ্ছেদ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার বনবিভাগের লোকজন করাতকল (সমিল) উচ্ছেদ অভিযান পরিচালন করেছেন। ঢাকা বনবিভাগের সহকারী বন সংরক্ষক (গাজীপুর) মো. এনামুল হকের নেতৃত্বে উপজেলার মাঝুখান এলাকায় ৩টি, উত্তর লস্করচালা এলাকায় ১টি এবং ঝেনজিচালা এলাকায় ১টিসহ মোট ৫টি করাতকল উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনাকারী কমর্কতার্ মো. এনামুল হক জানান, বনবিভাগ রক্ষাথের্ নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশহিসেবে করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় সব অবৈধ করাতকল পযার্য়ক্রমে উচ্ছেদ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কমর্কতার্ মো. আজহারুল ইসলাম, মৌচাক বিট কমর্কতার্ মো. সজিব মজুমদার।