নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আরোহীর মৃত্যু

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
রেলগেটের গেটম্যান না থাকায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় মকা হোসেন নামের এক মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল পৌনে ৫টায় উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণ রেলগেট পার হওয়ার সময় এই দুঘর্টনা ঘটে। নিহত মকা হোসেন (৩৭) নাটোর সদর উপজেলার তেলকুপি ঘাটের আশকর আলীর ছেলে। নলডাঙ্গা থানা, স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকাল পৌনে ৫টার দিকে মকা হোসেন বাজার করতে মোটরসাইকেলযোগে বাসুদেবপুর হাটে আসছিল। এ সময় বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাদের ভাষ্য, বাসুদেবপুর অনুমোদিত এই রেলগেটে গত তিন মাস থেকে কোনো গেটম্যান নেই।