ভিকারুননিসার অধ্যক্ষের অপসারণ দাবি

প্রকাশ | ২০ জুলাই ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি জানিয়েছেন অভিভাবকদের একাংশ। সোমবার অভিভাবক ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ সুজন বলেন, ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অবৈধ দখলদার ফখরুদ্দিন বিরিয়ানি হাউজ অ্যান্ড ডেকোরেটর অবৈধভাবে গরু-ছাগলের হাট বসায়। সেটি অভিভাবকদের নেতৃত্বে গত শুক্রবার উচ্ছেদ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুন নাহারের মদতে অবৈধ গরু-ছাগলের হাট বসানো হয়েছিল। এ জন্য অধ্যক্ষকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান পিন্টু বলেন, আমরা অভিভাবক হিসেবে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা যারা নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা কামরুন নাহারের অপসারণ চাই।