বঙ্গবন্ধু সেতুতে তিন কোটি টাকা টোল আদায়

প্রকাশ | ২০ জুলাই ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
বঙ্গবন্ধু সেতুতে গণপরিবহণসহ অন্যান্য পরিবহণ মিলিয়ে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা। সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের প্রায় ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এ সময়ে উত্তরবঙ্গগামী যানবাহন বেশি পাড় হয়েছে। তিনি আরও জানান, সেতু দিয়ে ঢাকাগামী ১৯ হাজার ৬২৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। উত্তরবঙ্গগামী ১৯ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। এর আগে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর টোল আদায় হয়েছে দুই কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।