শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয় মেরামত কাজের তথ্য চেয়েছে সরকার

যাযাদি রিপোর্ট
  ২০ জুলাই ২০২১, ০০:০০

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২০-২১ অর্থবছরে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের মেরামত কাজ সম্পাদনের বিস্তারিত তথ্য চেয়েছে সরকার। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। আগামী ৫ আগস্টের মধ্যে এই তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

অফিস আদেশে ক্ষুদ্র মেরামত ও সংস্কার, রুটিন মেইনটেন্যান্স ইত্যাদি খাতে বরাদ্দ দেওয়া অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে এবং অনিয়ম প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

কার্যক্রম সম্পাদনের বিবরণ নির্ধারিত ছকে আগামী ৫ আগস্টের মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ডকপি এবং শধংিধৎংধনরহধ@মসধরষ.পড়স ও ধফঢ়ষধহফঢ়ব@মসধরষ.পড়স. ইমেইলে পাঠাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে