পানিতে ডুবে শিশুমৃতু্য রোধে নজর কম -স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
পানিতে ডুবে শিশুমৃতু্য রোধে সরকার সেভাবে নজর দিতে পারেনি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'আমরা জানি বিষয়টি (পানিতে ডোবা) দীর্ঘদিন ধরে বাংলাদেশে মৃতু্যর অন্যতম কারণ। এ বিষয়ে আমরা সেভাবে গুরুত্ব দিতে পারিনি। আমরা সব সময়ই বিভিন্ন রোগ নিয়ে কাজ করে আসছি। বর্তমানে আমরা করোনা নিয়ে ব্যস্ত। আমরা করোনা রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। দেশকে করোনামুক্ত করার চেষ্টা করছি।' বৃহস্পতিবার প্রথমবারের মতো 'বিশ্ব পানিতে ডুবে মৃতু্য প্রতিরোধ দিবস' পালন উপলক্ষে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'স্বাস্থ্য ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। শিশুমৃতু্যর হার, মাতৃ মৃতু্যর হার কমিয়ে আমরা এমডিজি অর্জন করেছি। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। আমরা টিবি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ডেঙ্গু নিয়ন্ত্রণেরও চেষ্টা হচ্ছে, ডেঙ্গু বেড়ে যাচ্ছে। অসংক্রামক ব্যাধি, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যানসার, কিডনি রোগ- এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, এগুলোর উপর কাজকর্ম বেশি হয়। এর বাইরেও মৃতু্য হয়, সেগুলোর দিকে আমাদের নজর কম। এর মধ্যে পানিতে ডুবে মারা যাওয়াটাও আমাদের দেশে অনেক। সেদিকে আমাদের নজরও অবশ্য কম।' অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।