বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়ে সাঁতারে সোনা চীনের

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে রীতিমতো ঝড়ই উঠল যেন। টোকিও অলিম্পিকে মেয়েদের ৪ক্ম২০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে বিশ্ব রেকর্ড

গড়েছে চীন। লড়াইটাও হলো সেয়ানে সেয়ানে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিশ্ব রেকর্ডের সঙ্গে সোনা জিতেছে চীন। এই রেকর্ডে দেশকে সোনা এনে দিয়েছেন ইয়াং জানঝুয়ান, ট্যাং মুহান, ঝ্যাং উফেই এবং লি বিংজি। বৃহস্পতিবার টোকিও অলিম্পিকে মেয়েদের ফ্রি-স্টাইল সাঁতারে মাত্র ৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ডে সাঁতার শেষ করেছে চীনা দলটি।

এতদিন অস্ট্রেলিয়ার দখলে ছিল বিশ্ব রেকর্ডটি। ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড সময় নিয়ে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়ার দলটি। চীনের রেকর্ড গড়ে সোনা জয়ের দিনে ৭ মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক পেয়েছে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জয়ী অস্ট্রেলিয়ার লেগেছে ৭ মিনিট ৪১.২৯ সেকেন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে