মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাটারফ্লাই কুইন'র জোড়া সোনার হাসি

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ জুলাই ২০২১, ০০:০০
আপডেট  : ৩০ জুলাই ২০২১, ০০:৫৬

সাঁতারে চীনের 'বাটারফ্লাই কুইন' খ্যাত ঝ্যাং উফেই'র ঝুলিতে ধরা দিয়েছে জোড়া স্বর্ণ পদক। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে ঝড় তুলে তিনি সোনার হাসি এনেছেন অলিম্পিক রেকর্ড গড়ে। আধা ঘণ্টার মধ্যে সাঁতারে মেয়েদের ৪ক্ম২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে চীন দলের অংশ হয়ে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছেন আরেকটি সোনা। বৃহস্পতিবার আধাঘণ্টার ব্যবধানে দুবার সুইমিংপুলে নেমেছিলেন ২৩ বছর বয়সি চীনা সাঁতারু ঝ্যাং উফেই। পছন্দের ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ে শুরুতে। ২৩ বছর বয়সি সাঁতারুকে ঘিরে যেমন প্রত্যাশা ছিল, মিটিয়েছেন ঠিকঠাকভাবেই। প্রথমে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ০৩.৮৬ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন। যা ছিল টোকিওতে সাঁতারে চীনের প্রথম সোনার পদক। যুক্তরাষ্ট্রের ঝুলিতে গেছে এই ইভেন্টের রুপা, ২ মিনিট ০৫.৩০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে রিগান স্মিথ দ্বিতীয় হয়েছেন। তার স্বদেশি হ্যালি ফ্লিকিঞ্জার ২ মিনিট ০৫.৬৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। পরে মেয়েদের ৪ক্ম২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে চীন দলের অংশ হয়ে জিতেছেন আরেকটি সোনা। পথে হারিয়েছেন হট-ফেভারিট যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দলকে। চীনের নতুন প্রজন্মের সাঁতারুদের উজ্জ্বল প্রতিনিধি ঝ্যাং উফেই। ২০১৬ রিও ডি জেনেইরো অলিম্পিকসে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ষষ্ঠ হয়েছিলেন তিনি। ওই বছরই এশিয়ান চ্যাম্পিয়নশিপসে একই ইভেন্টে পান রুপা। ২০১৮ সালে এশিয়ান গেমসে জেতেন সোনা। এবার ধরা দিল অলিম্পিক সোনা। আর সোনা জয়ের পর পেছন ফিরে তাকিয়ে তুলে ধরলেন গত অলিম্পিকের সঙ্গে এবারের পার্থক্য। তিনি বলেন, '২০১৫ সালে ছিল আমার কেবল শুরু, তেমন কিছুই জানতাম না। ২০১৬ সালে রিওতে আমার লক্ষ্য ছিল সেরা তিনে থাকা। তখন ভাবতেও পারিনি, লড়াই এতটা কঠিন। ২০১৫ সালে অনেকেই ভেবেছিলেন, আমি পরবর্তী বাটারফ্লাই কুইন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারিনি। গত এক বছরে আমি অনুভব করেছি, সেই দায়িত্ব পালনের সময় এখনই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে