বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সাঁতারুর লড়াই

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

আরচারির মতো সাঁতারে বাংলাদেশ কোনোদিনই আলো ছড়াতে পারেনি। বরাবরের মতো এবারও অলিম্পিক সাঁতারে অংশ নিচ্ছে

বাংলাদেশ। আজ শুক্রবার দুই সাঁতারু জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলামের ইভেন্ট রয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৪টা ৮ মিনিটে ৫০ মিটার ফ্রি স্টাইলে চার নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন আরিফুল ইসলাম। আরিফের বিশ মিনিট পর একই ইভেন্টের জন্য পুলে নামবেন লন্ডন প্রবাসী নারী সাঁতারু জুনাইনা আহমেদ। তিনি তিন নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন।

ছেলেদের হবে ১০ হিট আর মেয়েদের ১১ হিট। হিটের মধ্যে সেরা ১৬ টাইমিংধারী পরবর্তী পর্যায়ে খেলবেন। বাংলাদেশের দুই সাঁতারুর পরবর্তী পর্যায়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের দুই জনেরই লক্ষ্য নিজের সেরা টাইমিংকে অতিক্রম করা। আরিফের সেরা টাইমিং ২৪.৯২ সেকেন্ড আর জুনাইনার ২৯.৫ সেকেন্ড।

দুই সাঁতারুই দেশের বাইরে থাকেন। আরিফ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তিতে প্যারিসে উচ্চতর ট্রেনিংয়ে ছিলেন। লন্ডন প্রবাসী জুনাইনা ব্রিটেনেই নিজের অনুশীলন করেছেন।

টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগী ছিলেন ছয় জন। ইতোমধ্যে তিনজন বিদায় নিয়েছেন। ১ আগস্ট ট্র্যাক এন্ড ফিল্ডে জহির রায়হান নামার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের টোকিও অলিম্পিক অধ্যায়।

অলিম্পিকে বাংলাদেশ কখনোই পদকের আশায় যায়নি। এবার আশা ছিল ভালো কিছু হওয়ার। বিশেষ করে রোমান সানাকে নিয়েই ছিল স্বপ্ন। রোমান শেষ ১৬'র লড়াইয়ে হেরেছেন। গতকাল দিয়া এলিমিনেশন রাউন্ডে বিদায় নিয়েছেন। আজ টোকিও অ্যাকুয়েটিক সেন্টারে নামবেন দুই সাঁতারু। হিটেই তাদের যাত্রা শেষ হওয়ার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে