মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিটেই বিদায় সাঁতারু আরিফুল-জুনাইনার

ক্রীড়া প্রতিবেদক
  ৩১ জুলাই ২০২১, ০০:০০
আপডেট  : ৩১ জুলাই ২০২১, ০০:০৮

অলিম্পিকে সাঁতারে কোনো বাংলাদেশির পদক আশা করা যেন অলীক স্বপ্নের মতো। তবে এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তিতে শেষ দুই বছর প্যারিসে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছিলেন আরিফুল। আর কঠোর অনুশীলন করে জুনাইনা নিজেকে প্রস্তুত করেন ব্রিটেনে। তাতে প্রত্যাশা ছিল পদক না পেলেও ভালো করবেন তারা। কিন্তু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেননি। নিজের সামর্থ্যের সবটুকুই ঢেলে দিলেন পুলে। করলেন ক্যারিয়ার সেরা টাইমিং। কিন্তু তারপরও টোকিও অলিম্পিকের হিট থেকেই বাদ পড়েছেন দুজনেই। অলিম্পিক সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ লড়াইয়ে নেমেছিলেন শুক্রবার। এদিন ৫০ মিটার ফ্রি স্টাইলে পুরুষদের \হবিভাগে হিট-৪ এ রুয়ান্ডা, নাইজার, জাম্বিয়া, সেন্ট ভিনসেন্ট, কম্বোডিয়া, বেনিন ও বুরকিনাফাসোর সাত সাঁতারুর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন আরিফ। কিন্তু তাদের মধ্যে হয়েছেন তৃতীয়। তবে সব মিলিয়ে ৭৩ জন প্রতিযোগীর মধ্যে ৫১তম হওয়ায় বিদায় নিতে হয় তাকে। একই সেন্টারে মহিলাদের বিভাগে জুনাইনার প্রতিপক্ষরা ছিলেন সোয়াতিনি, কুয়েত, তাজিকিস্তান, বেনিন, কম্বোডিয়া, ফিলিপাইন ও লাওসের সাঁতারুরা। এ প্রতিযোগীদের মধ্যে হয়েছেন চতুর্থ। আর সব মিলিয়ে ৮১ জন প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৬৪তম। তাই বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয় এ সাঁতারুকে। আরিফুলের এতদিন সর্বোচ্চ টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। দক্ষিণ কোরিয়ায় ২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২৪.৯২ সেকেন্ডে সময় নিলেও এবার সেটিকে টপকে গেছেন। টোকিওতে ২৪.৮১ সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়েছেন ৫০ মিটার ফ্রি স্টাইলে ইভেন্টে। এই ইভেন্টে ২৪.৭১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ক্যারিবীয়ান সাঁতারু শেন ক্যাডোগান। অন্যদিকে নিজের হিটে জুনায়না আহমেদও নিজের পুরনো রেকর্ড ছাড়িয়ে গেছেন। আগের সেরা টাইমিং থেকে ১.১৮ সেকেন্ড ছেঁটে ফেলে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিট জুনায়না আহমেদ শেষ করলেন ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে। যদিও নিজের হিটে আটজনে পঞ্চম হয়েছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৩০.৯৬ সেকেন্ড টাইমিং করেছিলেন জুনাইনা। এবার অলিম্পিকে সেটিকে ছাড়িয়ে গেছেন ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে। জুনাইনার হিটে ২৯.০৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তাজিকিস্তানের আনাস্তাসিয়া তাইরিনা। টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে ৩ নম্বর হিটে ১ নম্বর লেনে সাঁতরেছেন ?তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে