হাসপাতাল থেকে টিকা কেন্দ্র সরানো হবে -স্বাস্থ্যের ডিজি

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশে করোনার টিকাদান কেন্দ্র অচিরেই আরও বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। রোববার তিনি এ তথ্য জানান। এদিকে আগামী ৭ আগস্ট থেকে দেশের গ্রামাঞ্চলেও টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, টিকাদান কেন্দ্র বাড়বে। সিটি করপোরেশন এবং গ্রামের ওয়ার্ড পর্যায়ে যখন টিকা দেওয়ার সংখ্যা বেড়ে যাবে তখন টিকা দেওয়ার জনসংখ্যা (টিকা গ্রহীতা) অনেক বেড়ে যাবে। আমরা \হচাচ্ছি, হাসপাতাল থেকে টিকা কেন্দ্র বের করে নিয়ে আসতে। হাসপাতালগুলোকে টিকাদান কেন্দ্র করার কারণ ছিল জানিয়ে তিনি বলেন, 'আমাদের এতদিন ধরে যে বড় ভয় ছিল, টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না- যার জন্য তাৎক্ষণিক হাসপাতাল সাপোর্ট লাগবে, কিন্তু আমরা গত কয়েক মাসে টিকা দিয়ে সে রকম বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হইনি। যদি হাসপাতালগুলোকে ফ্রি না করি তাহলে প্রতিটি হাসপাতালেই স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। হাসপাতালের বাইরে আনলেই টিকাকেন্দ্র বেড়ে যাবে। আর কেন্দ্র বাড়লেই আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে পারব।' গ্রামাঞ্চলে স্কুল-কলেজ-কমিউনিটি হেলথ ক্লিনিক আর ঢাকার ভেতরে মেডিকেল কলেজগুলোতে টিকাকেন্দ্র দিয়ে দিতে চান জানিয়ে অধ্যাপক খুরশিদ আলম বলেন, 'কলেজ ভবনগুলোতে হাসপাতাল থেকে ট্রান্সফার করতে চাচ্ছি। কলেজের জায়গা বড়, শিক্ষার্থীরাও নাই; সেখানে মাল্টিপল বুথ করে টিকা দিতে চাই।' আর গ্রামাঞ্চলে টিকাদানের বিষয়ে ইতোমধ্যেই মাইক্রো পস্ন্যান হয়ে গেছে, প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হলেই আগামী ৭ আগস্ট থেকে টিকা দেওয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কেন্দ্র যেভাবে টিকা দেয় সেভাবেই টিকা দেওয়া হবে। আগামীকাল থেকে দেশে করোনাভাইরাসের প্রথম টিকা অ্যাস্ট্রাজেনেকা দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে যাদের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়ার নির্ধারিত তিন মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখন টিকা দেওয়া হলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার বেলায় গ্যাপটা বেশি হলে অ্যান্টিবডি টাইটার বাড়ে, তার মানে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সেক্ষেত্রে তিন মাস খুব বেশি গ্যাপ না। আমরা আশা করছি, এতে কোনো ক্ষতি হবে না।'