দশম সংসদের শেষ অধিবেশন আজ শুরু

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আজ শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরুর কথা রয়েছে। দশম সংসদের সবের্শষ এই অধিবেশন ৪ থেকে ৫ দিন চলতে পারে। সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কাযর্উপদেষ্টার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৪ অক্টোবর তার সাংবিধানিক ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহŸান করেন। প্রসঙ্গ, আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নিবার্চনের ক্ষণ গণনা শুরু হবে। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবতীর্ অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নিবার্চনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এর বাধ্যবাধকতা নেই। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুর দিনে সভাপতিমÐলীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর, ৭১ বিধির নোটিশ নিষ্পত্তি, কমিটির রিপোটর্ উত্থাপন ও আইনপ্রণয়ন কাযর্ক্রম অনুষ্ঠিত হবে। সংসদের অধিবেশন শুরুর দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রধানমন্ত্রীর কাযার্লয়, রাষ্ট্রপতির কাযার্লয় ও নিবার্চন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এ ছাড়া এদিন ৬টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে। যে বিলগুলো উত্থাপিত হবে, সেগুলো হলোÑ বাংলাদেশ স্ট্যান্ডাডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল, বাংলাদেশ শিশু অ্যাকাডেমি বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, মৎস্য সঙ্গনিরোধ বিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ও সরকারি চাকরি বিল। আর পাস হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল। এর আগে চলতি দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়।