শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেসমিন কামাচো-কুইনে পুয়ের্তো রিকোর ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০

জেসমিন কামাচো-কুইন। টোকিও গেমসে এখন তারা-জ্বলজ্বলে এক নাম। হওয়ারই কথা! নিজেকে ও পুয়ের্তো রিকোকে অলিম্পিক অ্যাথলেটিকসে প্রথম সোনার স্বাদ পাইয়ে

\হদিয়েছেন। টোকিওর ট্র্যাকে আলো ছড়িয়ে ১০০ মিটার হার্ডলসে হারিয়ে দিলেন বিশ্ব রেকর্ডধারী কেন্ড্রা হ্যারিসনকে। দশমিক ১৫ সেকেন্ডের ব্যবধানে জিতে দেশ পুয়ের্তো রিকোকে এনে দিলেন অলিম্পিকের অ্যাথলেটিকসে প্রথম সোনার অনির্বচনীয় স্বাদ।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে সোমবার ১২ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হন কামাচো-কুইন। টোকিওর আসরে এই প্রথম পদক জিতল পুয়ের্তো রিকো।

পুয়ের্তো রিকোর ইতিহাসে দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জিতলেন এ ২৪ বছর বয়সি কামাচো-কুইন। রিও ডি জেনেইরোর ২০১৬ আসরে দেশটিকে প্রথম অলিম্পিক সোনা টেনিস ইভেন্ট থেকে এনে দিয়েছিলেন মনিকা পুইগ।

২০১৬ সালে লন্ডনের ডায়মন্ড লিগে ১২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়া হ্যারিসন টোকিওতে পেয়েছেন রুপা; সময় নিয়েছেন ১২ দশমিক ৫২ সেকেন্ড।

এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মেগান ট্যাপার; ১২ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়েছেন জ্যামাইকার এই হার্ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে