শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিসিএস থেকে চিকিৎসক নিয়োগে হস্তক্ষেপ নয় : হাইকোর্ট

যাযাদি রিপোর্ট
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০

বিসিএস থেকে কতজন চিকিৎসককে কীভাবে নিয়োগ দেওয়া হবে, সেটি সরকারের পলিসি মেকিংয়ের বিষয়। তাই এ বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবেন না।

৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানিকালে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটকারীদের আইনজীবীদের উদ্দেশে এ মন্তব্য করেন।

রিটের শুনানিকালে রিটকারীদের আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, এ বিষয়ে আমরা (হাইকোর্ট) হস্তক্ষেপ করব না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কথা বলুন। তবে চিকিৎসক নিয়োগে

আইনের কোনো ব্যত্যয় হলে আপনারা তখন আদালতে আসতে পারেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও অ্যাডভোকেট মো. মশিউর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত ৩৯তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন জানানো হয়। গত ২৯ জুলাই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক ডা. রাফা মো. নুরুল ইসলামসহ ১ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর পক্ষে এ আবেদন করেন আইনজীবী মশিহুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে