ভোটের জন্য মাধ্যমিক পরীক্ষার সময় বদলাচ্ছে না

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
একাদশ জাতীয় সংসদ নিবার্চনের কারণে মাধ্যমিক স্তরের বাষির্ক পরীক্ষার সময় পরিবতর্ন করা হবে না। রুটিন অনুযায়ী সব পরীক্ষা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোডর্ ও ঢাকা শিক্ষা বোডের্র চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। তবে প্রাথমিক পযাের্য়র সব পরীক্ষা দুই সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সোমবার ঢাকা শিক্ষা বোডের্র চেয়ারম্যান বলেন, রুটিন অনুযায়ী মাধ্যমিক পযাের্য়র সব বাষির্ক পরীক্ষা আগামী নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এ কারণে আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনের জন্য পরীক্ষা পেছানোর প্রয়োজন হবে না। চেয়ারম্যান বলেন, ‘আমরা পরীক্ষার রুটিন মূল্যায়ন করেছি। সব বোডের্র চেয়ারম্যানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিবার্চনের আগেই সব বোডের্র ৬ষ্ঠ, ৭ম ও নবম শ্রেণির পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই পরীক্ষা এগিয়ে বা পিছিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই। তবে পরিস্থিতির ওপর নিভর্র করে পরীক্ষার সময় পরিবতর্ন করা প্রয়োজন হলে তখন সিদ্ধান্ত নেয়া হবে।’ এদিকে, একাদশ সংসদ নিবার্চন সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়গুলোর বাষির্ক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। নতুন নিদের্শনা অনুযায়ী ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে চতুথর্ শ্রেণির বাষির্ক পরীক্ষা শেষ করতে গত ১৮ অক্টোবর আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগের নিদের্শনা অনুযায়ী ১১-১৮ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন ৬ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষা কমর্কতার্র কাছে এমন আদেশের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে।