হজ-ওমরাহ নিয়ে আলোচনার জন্য সৌদি গেল প্রতিনিধি দল

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
করোনা মহামারির মধ্যে নানা বিধিনিষেধের কারণে হজ ও ওমরাহ পালনে জটিলতা নিরসনে সৌদি গেল ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সৌদি আরব সফরকালে এ প্রতিনিধি দল ওমরাহ এবং পবিত্র হজ কার্যক্রম বিষয়ে দেশটির সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করবে। সোমবার সন্ধ্যায় ৬ সদস্যের এই প্রতিনিধি দল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।