শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'সৌদিগামীদের বুস্টার ডোজের বিষয়ে নির্দেশনা শিগগিরই'

ম যাযাদি রিপোর্ট
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সৌদি আরবগামী কর্মীদের জন্য করোনাভাইরাসের বুস্টার ডোজের বিষয়ে খুব শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান মন্ত্রী ইমরান আহমেদ।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, 'ইতোমধ্যে আমরা বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। আমাদের গত আন্তঃমন্ত্রণালয় সভায় এটা নিয়ে আলাপ হয়েছে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে। সৌদি

সরকারের সিদ্ধান্ত হয়েছে তারা চীনা ভ্যাকসিন অনুমোদন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিনের সঙ্গে সিনোফার্ম এবং সিনোভ্যাক যুক্ত করেছে সৌদি সরকার।'

মন্ত্রী আরও বলেন, 'একইসঙ্গে সৌদি সরকার বলেছে, আমরা এটি গ্রহণ করব, কিন্তু প্রথমে অনুমোদিত চারটি টিকার যে কোনো একটি বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। যারা চীনা টিকা নেবেন তাদের একটি অতিরিক্ত ডোজ নেওয়া লাগবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে