বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজারবাগ পীরের ৬ হাজার একর পাহাড়ের মালিকানার উৎস খোঁজার দাবি

যাযাদি রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

রাজারবাগ দরবার শরিফের পীর দিলস্নুর রহমান গংদের পার্বত্য চট্টগ্রামে অবৈধ উপায়ে অর্জিত ছয় হাজার একর পাহাড়, রাবার বাগান ও বহু সন্দেহজনক স্থাপনার আয়ের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে মোট পাঁচটি দাবি তুলে ধরা হয়।

রাজারবাগ দরবার শরিফের পীর সিন্ডিকেটের মামলার শিকার প্রায় অর্ধশত মানুষ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ভুক্তভোগীদের দাবিগুলো হচ্ছে- বলাকা ভাস্কর্য ভাঙার মামলা দুটির এজাহারভুক্ত আসামি জঙ্গি পীর দিলস্নুর রহমান ও তার প্রধান মুখপাত্র কথিত আলস্নামা মাহাবুব আলম আরিফদ্বয়কে চার্জশিটে অন্তর্ভুক্ত করে বিচার করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করার মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় পীরকে গ্রেপ্তারের দাবি, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন ও সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করা, দিলস্নুর রহমান গংদের পার্বত্য চট্টগ্রামে অবৈধ উপায়ে অর্জিত ছয় হাজার একর পাহাড়, রাবার বাগান ও বহু সন্দেহজনক স্থাপনার আয়ের উৎসের অনুসন্ধান করা এবং ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ও ঘটনা দেখিয়ে মিথ্যা মামলা দায়েরকারীদের ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে