ঝরে পড়া শিক্ষার্থীদের ক্লাসে আনার চেষ্টা থাকবে - মাউশি মহাপরিচালক

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

পটুয়াখালী প্রতিনিধি
করোনাভাইরাসের কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী শ্রেণি কার্যক্রম থেকে ঝরে পড়েছে। তাদের কীভাবে আবারও শ্রেণি কার্যক্রমে নিয়মিত করা যায়, সে কৌশল গ্রহণের কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মো. গোলাম ফারুক। শনিবার পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসর লাউঞ্জে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বরিশাল বিভাগের ছয় জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা উইং) একিউএম শফিউল আজম এবং বরিশালের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন। সভাপতিত্ব করেন- পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, অ্যাসাইনমেন্ট ও চলমান শ্রেণি কার্যক্রমসহ ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।